অনলাইন নিউজের ক্ষেত্রে starnews24bd.com যেভাবে আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধিতে কাজ করছে
বাংলাদেশ ও সারাবিশ্বে starnews24bd.com এর পরিচয় একটি বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে। আমাদের নিউজ পোর্টালে সাংবাদিকতার যে মান অর্জনের প্রচেষ্টা চালানো হয় তা পক্ষপাতহীন, স্বাধীন,সৎও ন্যায্য।
আমরা যা কিছুই করি তার মূল ভিত্তি হচ্ছে পাঠক ও স্রোতা। প্রাসঙ্গিক সব সত্যকে আমরা খোলা মন নিয়ে ও নিরপেক্ষভাবে বিচার করবো।আমরা জানি ও বুঝতে পারি ইন্টারনেট থেকে বিশ্বাসযোগ্য সাংবাদিকতাকে খুঁজে বের করা কঠিন কাজ।
starnews24bd.com এর রয়েছে নিজস্ব সম্পাদকীয় নীতিমালা। আমাদের সব কন্টেন্ট এবং সাংবাদিকদের মান কী হবে তা নির্ধারিত হয় এই নীতিমালা থেকে।
starnews24bd.com এর উদ্দেশ্য হচ্ছে জনস্বার্থে কাজ করা। জনগণকে তথ্য প্রদান করে বিনোদন সেবা দিয়ে নিরপেক্ষ, উচ্চমানের ও সম্পূর্ণভাবে লক্ষনীয় বিষয়বস্তুর মাধ্যমে সব ধরনের পাঠক শ্রোতার সেবা করা।
আমাদের পাঠক শ্রোতা আশ্বস্ত থাকতে পারেন যে কোন স্বার্থের দ্বারা আমাদের সিদ্ধান্ত কোনভাবেই প্রভাবিত হবে না।
মানুষ মাত্রই ভুলের দন্ডে দন্ডিত।কোথাও ভুল হলে আমরা খোলা মন নিয়ে তা স্বীকার করে নেব এবং সেই ভুল থেকে শিক্ষা গ্রহণের মানসিকতাকে উৎসাহিত করা হবে।
ব্যতিক্রমী পরিস্থিতিতে যেখানে আইনি কারণ, ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি কিংবা সম্পাদকীয় নীতিমালার গুরুতর লঙ্ঘন রয়েছে সেখানে কন্টেন্ট সরিয়ে দিতে আমাদের ব্যাত্যয় ঘটবে না।
starnews24bd.com এর সাথেই থাকুন, প্রকৃত সত্যকে জানুন।