বাংলাদেশে আর তত্বাবধায়ক সরকার হবে না : কৃষিমন্ত্রী

স্টার নিউজ ডেস্ক:
নির্বাচনকালীন কোনো তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ শনিবার টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়কের পরিবর্তে এ দেশে সাংবিধানিক সরকার হবে বলে জানান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। সংবিধানের আলোকে আগামী নির্বাচন হবে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন কমিশনের দায়িত্বে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের ওপর কোনো সরকার, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা থাকবে না। সুন্দর-সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনী স্বাধীনভাবে কাজ করবে। বিএনপি জোটের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের ভয় দেখাবেন না, আন্দোলন দেখে ভয় পাই না আমরা। ২০১৩ সালে, ২০১৬ সালে আন্দোলন মোকাবেলা করেছি, হেফাজতকে মোকাবেলা করেছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর এখন অনেক সক্ষমতা। তারা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছে, পৃথিবীতে প্রশংসা অর্জন করেছে। আব্দুর রাজ্জাক আরো বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা এবং সুষ্ঠু-সুন্দর নির্বাচনের ব্যবস্থা করা আওয়ামী লীগের দায়িত্ব। সেইসঙ্গে রাজনৈতিক আন্দোলন মোকাবেলা করবে দলটি এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।