শাওমি ‘মেড ইন বাংলাদেশ’ যাত্রা শুরু

স্টার নিউজ ডেস্ক:

শাওমি মোবাইল ফোন এখন বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। স্যামসাংসহ বিশ্বের সেরা কয়েকটি ব্র্যান্ডের মোবাইল কারখানা স্থাপনের পর এবার শাওমি ‘মেড ইন বাংলাদেশ’ যাত্রা শুরু করলো। এ নিয়ে দেশে ডিজিটাল ডিভাইস উৎপাদনের ক্ষেত্রে আরও একটি অসাধারণ যাত্রা শুরু হলো।
সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে তাঁর দপ্তর থেকে ভার্চূয়্যালি সংযুক্ত হয়ে শাওমি মোবাইল ফোনের বাংলাদেশে স্থাপিত কারখানায় উৎপাদিত ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের এই মোবাইলের উদ্বোধন করেন। শাওমির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশকে আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারী দেশে রূপান্তরিত করার লক্ষ্যে ২০১৫ সালে ডিজিটাল ভিভাইস বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর বিনিয়োগ সহায়ক কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে দেশে আইওটিসহ ডিজিটাল ডিভাইস উৎপাদনের যাত্রা শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পখাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান বলেন, ‘তরুণ নেতৃত্ব ও শাওমির মতো নতুন প্রজন্মের কোম্পানির ওপর আমাদের যথেষ্ট বিশ্বাস রয়েছে। এমন নতুন প্রজন্মের সব কোম্পানি ও উদ্যোক্তাই হচ্ছে বাংলাদেশের একেকটা সফলতা। ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে শাওমির প্রথম উৎপাদন ইউনিট স্থাপনে আমরা অংশীদার হতে পেরে অনেক আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই অংশীদারত্বের মাধ্যমে দেশের তরুণদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে এবং বৈশ্বিক মানের ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে এমন সূর্যোদয়ের জন্য শাওমিকে স্বাগতম।’