
স্টারনিউজ ডেস্ক:
জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নে অভিন্ন কোভিড সার্টিফিকেট চালু হলো৷ এই ব্যবস্থা ভ্রমণের পথে বাধা দূর করার প্রতিশ্রুতি নিয়ে এলেও কার্যক্ষেত্রে অনেক সমস্যার আশঙ্কা দূর হচ্ছে না৷
করোনা মহামারির কারণে গত প্রায় দেড় বছরের অনিশ্চয়তা ঝেড়ে ফেলে জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ভ্রমণ আবার সহজ করে তুলতে একক কোভিড সার্টিফিকেট চালু করলো৷ ফলে কাগজে অথবা স্মার্টফোনে ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোড দেখিয়ে সদস্য দেশগুলির মধ্যে অবাধ যাতায়াতের সুযোগ খুলে যাবার কথা৷ ইইউ-তে অনুমোদিত টিকার সব ডোজ পেলে, সম্প্রতি করোনা পরীক্ষার নেতিবাচক ফল থাকলে অথবা করোনাজয়ী হিসেবে প্রমাণ থাকলে সেই সার্টিফিকেট ব্যবহার করা যাবে৷ ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী এই সার্টিফিকেট দেখালে সদস্য দেশগুলিতে ভ্রমণের সময় কোয়ারেন্টাইন বা নতুন করে করোনা পরীক্ষার প্রয়োজন আর থাকবে না৷ আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইনের মতো শেঙেন-ভুক্ত দেশেও সেই সার্টিফিকেট কার্যকর হচ্ছে৷