রাশিয়ার নিখোঁজ বিমানের ২৮ আরোহীর সবাই নিহত

স্টারনিউজ ডেস্ক:
রাশিয়ার নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ২৮ যাত্রীর সবাই নিহত হয়েছেন। দেশটির উদ্ধার কর্মীদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যমগুলো। উদ্ধার কর্মীরা বলছে, যাত্রীবাহী উড়োজাহাজে ২২ যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। আরোহীদের মধ্যে এক বা দু’জন শিশুও ছিল। বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।
নিখোঁজ হওয়া বিমানটি উদ্ধারে কমপক্ষে দুটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে। এর আগে ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার এন-২৬ নামের ওই যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। মঙ্গলবার বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করে। পরবর্তীতে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।