নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি,| ২৩ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সম্পন্ন করার সিদ্ধান্তকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মহালছড়ি বাজারে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রায়হান। লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহালছড়ি থানার কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় সাধারণ মানুষের মাঝে নির্বাচন কমিশনের অনুমোদিত গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী প্রস্তাবিত সংস্কারগুলোর বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয় এবং হ্যাঁ/না ভোট প্রদানের বিষয়ে ধারণা দেওয়া হয়।