আজ সন্ধায় চীনের উপহারের ১০ লাখ ডোজ টিকা আসছে

স্টার নিউজ ডেস্ক:
চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছাবে। ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এক ফেইসবুক স্ট্যাটাসে এ কথা জানান।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ভাইবোনদের দেওয়া চীনের উপহারের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠানোর প্রস্তুতি চলছে। আজ সন্ধ্যা নাগাদ সেগুলো ঢাকায় পৌঁছাতে পারে।’
উল্লেখ্য, দেশে চলমান টিকাদান কর্মসূচির টিকার মূল উৎস হচ্ছে চীনের সিনোফার্মের টিকা। উপহারের বাইরে বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে।