সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩৩ করার দাবি

স্টার নিউজ ডেস্ক:
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা স্থায়ীভাবে ৩৩ বছর করার দাবি জানিয়েছে জাতীয় যুব জোট। রোববার (২২ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহযোগী যুব সংগঠনটি।
মানববন্ধনে জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহসভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন।
আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, অর্থবিষয়ক সম্পাদক সৈকত ইসলাম, আইনবিষয়ক সম্পাদক হাসান আকবর আফজল, সদস্য তছিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমুখ।
নেতারা করোনাকালীন সরকারি চাকরিতে প্রবেশে ২১ মাসের ছাড়ের সিদ্ধান্তে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩৩ বছর করার যৌক্তিতা তুলে ধরে বলেন, কয়েক বছর আগেই সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। কিন্তু অদ্যাবধি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। বরং বৈশ্বিক করোনার কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে।
তারা আরও বলেন, সরকারের উচিত দেশে বেকারত্ব দূরীকরণসহ মেধা ও যোগ্যতার বিকাশের ক্ষেত্র তৈরি করা। একই সঙ্গে মহামারিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৩ বছর করা। এই দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম ও বাংলাদেশ যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত খান প্রমুখ।