স্টার নিউজ ডেস্ক:
ভারতের করোনার ভয়াবহতায় গত মে মাসে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। বাকি অংশ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের ফাইনাল হতে না হতেই শুরু হবে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটাও আরব আমিরাতেই।
ঘরের মাঠে ধীরগতির স্পিন সহায়ক পিচে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছে টাইগাররা। আরব আমিরাতেও প্রায় একইরকম কন্ডিশন। মোস্তাফিজ তাই বেশ স্বস্তি বোধ করছেন
আইপিএল খেলতে গিয়ে টাইগার পেসার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ২০১৪ সালে এখানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলেছি। আমার মনে হয় এশিয়াজুড়েই কন্ডিশন প্রায় একইরকম, এমনকি বাংলাদেশেও। আমি জানি, এখানে খুব গরম। তবে সেটা নিয়ে ভাবছি না, আমি এতে অভ্যস্ত।’
আইপিএলের প্রস্তুতি আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্যও কাজে দেবে, মনে করছেন মোস্তাফিজ। তার কথা, ‘অবশ্যই, এটা আমার জন্য দারুণ প্রস্তুতি হবে। কারণ এখান থেকেই আমি বিশ্বকাপ শুরু করব। সতীর্থদের সঙ্গে উইকেট নিয়ে অভিজ্ঞতা শেয়ার করতে পারব। আমার সব সতীর্থ আইপিএল খেলে না, তাই আমি তাদের বলতে পারব। আশা করছি, দলের জন্য এটা বেশ উপকারী হবে।’
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের মূলপর্ব আরব আমিরাতে হলেও বাংলাদেশকে আগে বাছাইপর্ব খেলতে হবে ওমানে।