
স্টার নিউজ
ইসলামের সুচনালগ্ন থেকেই একজন ঐশী প্রেমিকের বাহ্যিক ও আত্মিক পরিশুদ্ধির পথ ও পদ্ধতি হিসাবে সূফিবাদ বিবেচিত ও চর্চিত হয়ে আসছে । ইহকালীন ও পরকালীন সাফল্যের চাবিকাঠি হিসাবে পবিত্র কুরআনে বাহ্যিক, আত্মিক পরিশুদ্ধতা ও পবিত্রতার ওপর বারংবার গুরুত্বারোপ করা হয়েছ।
হযরত রাসুল (দঃ) এঁর সময়ে সাহাবাগণ তারই (দঃ) তত্ত্বাবধানে আধ্যাত্মিক পরিশুদ্ধি অর্জনের জন্য নিরলস কাজ করে গেছেন। আত্মিক পবিত্রতা অর্জনের এই জ্ঞান পরবর্তীকালে বিভিন্ন তরিকতের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চর্চিত হয়ে আসছে। হযরত রাসুল (দঃ) উন্নত চরিত্র ও আত্মিক পবিত্রতা অর্জনকে তাঁর রেসালতের অন্যতম মৌলিক উদ্দেশ্য হিসাবে আখ্যায়িত করেছেন।
মানব অমিত্বকে পরিশুদ্ধ আত্মার বশীভূত করে পূণ্য মানবতা অর্জন করে খোদা মিলনের পথে এগিয়ে দেবার মহান লক্ষে সুফি সাধকগণ কুরআন-হাদিস লদ্ধ বিভিন্ন সাধন-পদ্ধতি, রীতি চর্চার শিক্ষা ও দীক্ষা দিতেন। সাধন চর্চায় পদ্ধতিগত ভিন্নতা পরিদৃষ্ট হলেও তরিকাগুলো পূর্ণ মানবতা প্রাপ্তি ও ঐশী মিলন লাভের অভিন্ন লক্ষে পরিচালিত হয়ে আসছে।
দারুল ইরফান বিসার্চ ইনষ্টিটউট পূর্ণ মানবতা অর্জন ও খোদা মিলনে তাসাউফ চর্চার গুরুত্বম ফলাফল একাডেমিক ও প্রান্তিক পর্যায়ে তুলে ধরার লক্ষে এই ই-কনফারেন্সের আয়োজন করেছে। এ কনফারেন্সে সুফি তরিকা সমুহের সাধনা পদ্ধতির তুলনা্মুলক আলোচনা, আধুনিক সমাজ ব্যবস্থায় তাদের প্রয়োগবিধি ও প্রতিবন্ধকতা এবং পূর্ণ মানবতা অর্জনের মাধ্যমে মানবাত্মাকে খোদা মিলনে যোগ্য করে তোলার ক্ষেত্রে এদের প্রায়োগিক দিক বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর উদ্যোগে গত ২০২০ সালের অক্টোবর ৩০-৩১ তারিখ দুইদিন ব্যাপী অনলাইনে বিশ্বের ৯টি দেশ, ২২টি বিশ্ববিদ্যালয় এবং ৯টি ইনস্টিটউট হতে ৪৩ জন গবেষক এই আন্তর্জাতিক ই-কনফারেন্সে অংশগ্রহণ করেন। সেই আন্তর্জাতিক ই-কনফারেন্সের বাছাইকৃত গবেষণা প্রবন্ধ হতে ‘দারুল ইরফান রিসার্চ জার্নাল’ নামক গবেষনা সাময়িকী প্রকাশ করা হয়েছে।
‘দারুল ইরফান বিসার্চ জার্নাল’ এর মোড়ক উম্মোচন করেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটউট (ডিরি) এর প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল সাজ্জাদানশীল আলহাজ্ব সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। আরো উপস্থিত ছিলেন দারুল ইরফান বিসার্চ ইনস্টিটউট (ডিরি) এর ব্যবস্থাপনা পরিচালক নায়েব সাজ্জাদানশীল আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কনভেনার কমিটির সম্মনিত আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কেএম সাইফুল ইসলাম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার প্রফেসর ডক্টর খসরুল আলম কুদ্দুসি, কো-কনবেনার ডক্টর মোহাম্মদ শেখ সাদী, কনভেনার কমিটির মেম্বার সেক্রেটারী এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কাজী সাইফুল আচফিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন খান এগ্রেুা গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান, ইন্টাপোর্ট শিপিং এজন্ট লি. এর পরিচালক কেপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী, শফি মোটরস লি. এর স্বত্তাধীকারী সৈয়দ ফজলুল কাদের, মাসিক প্রাণ প্রকৃতির নির্বাহী সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন এনায়েত এবং স্টার নিউজ ২৪বিডি ডটকম এর সম্পাদক আ ফ ম বোরহান প্রমুখ।