স্টার নিউজ ডেস্ক:
বন্ধুত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশকে ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার দিয়েছে মালদ্বীপ সরকার। টিকাগুলো বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, আজ মালদ্বীপের উপহারের ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামিরের হাত থেকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্মারক উপহারটি বুঝে নেন।