স্টার নিউজ ডেস্ক:
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি ‘মান্নাতে’ তল্লাশি চালিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) গোয়েন্দারা।
বৃহস্পতিবার (২১ আক্টোবর) গোয়েন্দারা শাহরুখের বাড়িতে অভিযান চালান।
এর আগে সকাল ৯টায় জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করে আসেন শাহরুখ। আরিয়ানের সঙ্গে ১৫ মিনিটের জন্য সাক্ষাতের সময় পেয়েছিলেন তিনি।
প্রসঙ্গত গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে মাদক মামলায় আটক করা হয়। ৩ তারিখে তাকে সরকারিভাবে গ্রেফতার দেখায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তার পরে ওই মামলায় আরও অনেককে গ্রেফতার করা হয়েছে।
৩ তারিখ থেকেই আরিয়ানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতে। গত ৮ অক্টোবর আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। ফলে তিনি এখনও জেলেই বন্দি।
সূত্র-এনডিটিভি