
স্টার নিউজ ডেস্ক:
ইয়েমেনে সামরিক অভিযানে ২৬০ জনের বেশি হুথি বিদ্রোহীকে হত্যার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।রোববার (২৪ অক্টোবর) দেশটিতে যুদ্ধরত সৌদি জোট বলেছে, তারা কৌশলগত শহর মারিবের কাছে গত তিনদিনে ২৬০ জনেরও বেশি হুতি বিদ্রোহীকে হত্যা করেছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জোট জানায়, মারিবের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণে আল-জাওবা ও উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার (৩০ কিলোমিটার) আল-কাসারায় গত ৭২ ঘণ্টা হামলায় ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস ও ২৬৪ জনেরও বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।
ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব অঞ্চলে প্রায় দুই সপ্তাহ ধরে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি জোট। এ ধরনের হামলায় গত সপ্তাহে ১৬০ বিদ্রোহীকে হত্যার দাবি করেছিল তারা।
মারিব অঞ্চল দখলে নিতে গত ফেব্রুয়ারিতে জোরালো আক্রমণ শুরু করেছিল ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। কিছুদিনের বিরতি দিয়ে গত সেপ্টেম্বরে থেকে তারা অভিযান আবারও জোরদার করেছে।
সূত্র : এএফপি
