৩ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

স্টার নিউজ ডেস্ক:
শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। রাসেলের প্রথম বলে ডাবলস, দ্বিতীয় বলে লেগ-বাই থেকে একটা সিঙ্গেল নিয়েছিলেন আফিফ। তৃতীয় বলটা ইয়র্কার থাকলেও আরেকটা ডাবলস নিতে পেরেছিলেন মাহমুদউল্লাহ। চতুর্থ বলে স্কয়ার লেগে মাহমুদউল্লাহর ক্যাচ ফেলেছেন বদলি ফিল্ডার আন্দ্রে ফ্লেচার, সে বলেও এসেছিল ২ রান। পঞ্চম বলে আরেকটা মিসফিল্ড থেকে এসেছে আরেকটা ডাবলস, এবার ফিল্ডার ছিলেন হোল্ডার। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। তবে রাসেলের ইয়র্কারে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ। অনেকটা কাছে গিয়েও থামতে হলো বাংলাদেশের। ৩ রানে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেল মাহমুদউল্লাহর দলের, অন্যদিকে তৃতীয় ম্যাচে প্রথম জয়ে টিকে থাকল বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
জয়ের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামেন নাঈম শেখ ও সাকিব আল হাসান। যদিও দুজনের কেউই পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করতে পারেননি। চোট নিয়ে ব্যাট করা সাকিব ১২ বলে ৯ রান করে সাজঘরে ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে। ব্যর্থ হন নাঈম শেখও, ১৯ বলে ১৭ রান করে আউট হন তিনি। ২ উইকেট হারিয়ে প্রথম ৬ ওভারে সংগ্রহ দাঁড়ায় ২৯ রান।
ওয়ান ডাউনে নেমে লিটন হাল ধরেন একটু দেখেশুনে খেলে। সৌম্য নেমেছিলেন চারে, ১৩ বলে দুটি চারে ১৭ রান করে থামে তার ইনিংস। এরপর লিটন আশা জাগানিয়া ব্যাটিং করলেও দলীয় ৯০ রানে মুশফিকুর রহিম (৭ বলে ৮ রান) ঝুঁকি নিয়ে স্কুপ করতে গিয়ে বোল্ড হলে বিপাকে পড়ে যায় টাইগাররা। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বাংলাদেশ দেখছিল জয়ের স্বপ্ন।
রিয়াদ এক প্রান্তে পাল্লা দিয়ে রান তুললেও লিটন সাবধানে ব্যাট করছিলেন। চাপের মুখে বেশ কয়েকটি ওয়াইড আদায় করতে ব্যর্থ হন তিনি। ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন হোল্ডারের হাতে। এতে থামে ৪৩ বলে গড়া তার ৪৪ রানের ইনিংস।