স্টার নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কোপ-২৬ জমে উঠেছে। প্রথম দিনের বক্তৃতায় পরিবেশ নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার পক্ষে কথা বলতে বলতেই ক্ষমা চাইলেন বাইডেন।
ট্রাম্পের হঠকারি সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বেশ কিছু বিষয়ে চুক্তিবদ্ধ হয় সম্মেলনে যোগ দেয়া দেশগুলো। কার্বন ফুটপ্রিন্ট, তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি একাধিক বিষয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছিল। ২০২০ সালের নভেম্বর মাসে আচমকাই সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জানিয়ে দেন, প্যারিস চুক্তি মেনে শিল্পোন্নয়ন করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ওই চুক্তি মানতে বাধ্য নয়।
গতকাল সোমবার (১ নভেম্বর) গ্লাসগোর সম্মেলনে বক্তৃতা করার সময় ওই প্রসঙ্গটি তোলেন বাইডেন। তিনি বলেন, আমার ক্ষমা চাওয়ার কারণ নেই। তবু আমি ক্ষমা চাইছি। কারণ, মার্কিন সাবেক প্রশাসন প্যারিস চুক্তি থেকে নিজেদের বিযুক্ত করেছিল। হঠকারী সিদ্ধান্ত।
এখানেই থেমে যাননি বাইডেন। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র ওই চুক্তিতে কেবল ফিরে আসছে না, জলবায়ু সংক্রান্ত বিষয়ে নিজেদের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চাইছে। যুক্তরাষ্ট্র সবাইকে নেতৃত্ব দেয়ার জন্য তৈরি। জলবায়ু সংক্রান্ত বিষয়ে সহমত হওয়া ছাড়া কারও হাতে আর কোনও বিকল্প নেই।
বিশ্বের সবচেয়ে কার্বন নিঃসরণকারী দেশ চীন ও যুক্তরাষ্ট্র কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর লক্ষ্য পূরণের জন্য লড়াই করে যাচ্ছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্বের ১২০টির বেশি দেশের নেতারা। তবে সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার একটি লিখিত বক্তব্য তুলে ধরা হয়। তুরস্কও যোগ দেয়নি সম্মেলনে।