স্টার নিউজ ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে লেলাং ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মোহাম্মদ শফি নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফির বুকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম জানান, ভোট চলাকালে লেলাং এ দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় মো. শফি নামে এক জনের মৃত্যু হয়েছে।