স্টার নিউজ ডেস্ক:
ভারতের মণিপুর রাজ্যে হামলার শিকার হয়েছে আসাম রাইফেলস। শনিবার সকালে মিয়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলসের এক কর্নেলসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই কর্মকর্তা স্ত্রী ও ছেলে এবং চার সেনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।
পুলিশ জানায়, নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী আসাম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। বেহিয়াং থানার অন্তর্গত সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গল ঘেরা এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। বহরের অন্য গাড়ি থেকে জওয়ানরা পাল্টা গুলি চালালে হামলাকারীরা গা ঢাকা দেয়।
আসাম রাইফেলসের এক বিবৃতিতে বলা হয়েছে, কর্নেল বিপ্লব ত্রিপাঠীসহ পাঁচ সেনা দায়িত্ব পালন অবস্থায় সর্বোচ্চ ত্যাগ করেছেন। কর্নেলের স্ত্রী ও ৮ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। নিহত সাহসী সেনা ও তাদের পরিবারের প্রতি আসাম রাইফেলস শোক জানাচ্ছে।
পুলিশ সূত্র জানায়, মণিপুরভিত্তিক সন্ত্রাসী সংগঠন পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত গোষ্ঠীটির পক্ষ থেকে দায় স্বীকার করা হয়নি।