
স্টার নিউজ ডেস্ক:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নূরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ নূরের (৮৪) শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ নূর ছিলেন আজীবন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন মুুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক। স্বাধীনতা উত্তরকালে দেশ গঠনেও প্রত্যন্ত এলাকার জনমানুষের নেতা হিসেবে তিনি ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন জনকল্যাণমুখী রাজনীতিবিদকে হারালো। একজন সৎ, দক্ষ জননেতা হিসেবে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।