স্টার নিউজ ডেস্ক:
দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার ভোরে রাজধানীর হাতিরঝিলে হাবিবুর রহমানের (৩৫) মৃত্যু সংবাদে শোকাহত মন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘টগবগে তরুণ সাংবাদিক হাবিবুর রহমানকে আমি চিনতাম। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদকও ছিলেন। তার এই অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমি তার আত্মার শান্তি কামনা করি এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।