রুশ হামলায় মারিওপোলে অবশিষ্ট কিছু নেই

স্টার নিউজ ডেস্ক:
তিন সপ্তাহ পরেও তীব্র লড়াই চলছে ইউক্রেনের বন্দর শহর মারিওপোলে। রাজধানী কিয়েভের পর সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা মারিওপোলের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার (২২ মার্চ) বলেছেন, রাশিয়ার হামলায় মারিওপোল শহরে আর কিছু অবশিষ্ট নেই। দীর্ঘ লড়াইয়ে সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখনো সেখানে অন্তত লাখখানেক সাধারণ মানুষ আটকে আছেন এবং চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন তারা।
তিনি আরো বলেন, ভেঙে যাওয়া থিয়েটারে এখনো সাধারণ মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন। মারিওপোলে কোনো খাবার নেই, পানি নেই। রুশ সেনাদের গোলাবর্ষণ অব্যাহত থাকায় বিপর্যস্ত পুরো শহর।
মারিওপোল থেকে বেসামরিক লোকজন সরানোর সময় হামলার অভিযোগও করেছেন জেলেনস্কি।
এমন পরিস্থিতিতে ফের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার দাবি থেকে তিনি কিছুটা সরে আসতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সূত্র : ডয়চে ভেলে ও বিবিসি