স্টার নিউজ ডেস্ক:
আজ (৩০ মার্চ) চট্টগ্রমের জিইসিতে সেন্ট্রাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এইচপি ওয়ার্ল্ড এর শোরুম উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী, বাংলাদেশ কম্পিউটার সমিতির নবনির্বাচিত পরিচালক, বাংলাদেশে এইচপি এর পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট্ টেকনোলজিস (বিডি) লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন কম্পিউটার ভিলেজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন, বিসিএস চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ, আইটি ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সেন্ট্রাল শপিং কমপ্লেক্স এর ব্যবসায়ী নেতৃবৃন্দ।