ইমরান খানকে ছাড়াই অধিবেশন শুরু, রাতে অনাস্থা ভোট

স্টার নিউজ ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন দীর্ঘ সময় ধরে মুলতবি থাকার পর আবার শুরু হয়েছে।তবে ঐতিহাসিক এই অধিবেশনে অংশ নেননি ইমরান খান।
শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে অধিবেশন শুরুর পরপরই তা স্থগিত করেছিলেন স্পিকার আসাদ কায়সার। এর কিছুক্ষণ পর স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করেন। পরে মুলতবি হয়ে যাওয়া অধিবেশন দুপুর আড়াইটায় আবার শুরু হয় এবং পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি তার বক্তব্য শুরু করেছেন।
সংসদের স্পিকার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন স্থগিত করলেও তা আরও বেশি সময় ধরে বিলম্বিত হয়। সংসদের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, অধিবেশন দেরীতে শুরু হওয়ায় ইফতারের পর রাত ৮টার দিক অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জিও নিউজ বলছে, অধিবেশন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়েছে এবং ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মন্ত্রীরা তাদের বক্তৃতা দীর্ঘ করার চেষ্টা করছেন।