
স্টার নিউজ ডেস্ক:
ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিলবোর্ড স্থাপনে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে সরকার। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পত্রের আলোকে দেশের ইউনিয়ন পরিষদসমূহে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
এর আগে, ৫নং পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূঁইয়া সকল ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিলবোর্ড স্থাপনের অনুরোধ করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়।