পুত্র-কন্যার সাথে ছবি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টার নিউজ ডেস্ক:
পদ্মা সেতু হয়ে সড়কপথে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবারের (৪ জুলাই) এ যাত্রায় ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
যাত্রাপথে পদ্মা সেতুর মাঝপথে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছেন সায়মা ওয়াজেদ পুতুল। পরে জাজিরা প্রান্তে যাত্রা বিরতি নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি বিভিন্ন কর্মসূচিতে যোগ দান শেষে বিকেলে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।