রুশ তেল কেনা নিয়ে জয়শঙ্কর, দেশের মানুষে স্বার্থ সবার আগে

স্টার নিউজ ডেস্ক:

দেশের মানুষকে সস্তায় জ্বালানি তেল দিতে রাশিয়া থেকে তেল কিনছে ভারত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি এভাবেই ভারতের অবস্থান পরিষ্কার করেন।

তিনি বলেন, চলমান করোনার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে হু হু করে তেলের দাম বাড়ছে, তাতে দেশের মানুষের স্বার্থ সবার আগে ভেবে দেখা উচিত।

বুধবার (১৭ আগস্ট) ব্যাংককে অনাবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনও আক্রণাত্মক সিদ্ধান্ত নিচ্ছি না। দেশের মানুষের স্বার্থ সম্পর্কে আমরা অবগত। আমাদের মাথাপিছু গড় আয় ২ হাজার ডলার। এখানে অনেক মানুষ রয়েছেন, যাদের বেশি দামে জ্বালানি কেনার সামর্থ নেই। তাই আমাদের নৈতিক কর্তব্য যে তাদের জন্য যেটা সেরা, সেটাই আমি করব।

রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লির সমালোচনা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ওরা (পশ্চিমা বিশ্ব) হয়তো প্রথমে প্রশংসা করবে না। কিন্তু তার জন্য চালাকির আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। আমার বিশ্বাস বাস্তবটা মেনে নিয়ে বিশ্ব এটাকে মেনে নেবে।’

তিনি আরও বলেন, বর্তমানে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি, যেখানে তেলের দাম আকাশছোঁয়া। দাম বাড়ছে গ্যাসেরও। এশিয়ার অনেক তেল সরবরাহকারী ইউরোপের দিকে ঝুঁকেছে। পশ্চিম এশিয়া ও অন্যান্য উৎস, যারা ভারতে তেল সরবরাহ করত, তাদের থেকে বেশি পরিমাণে কিনছে ইউরোপ। এমন একটা পরিস্থিতি, যেখানে সব দেশেই নিজেদের নাগরিকদের জন্য সেরাটা দেখবে। আমরাও সেটা করছি।

সূত্র: আনন্দবাজার।