যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লিজ ট্রাস

স্টার নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। দলীয় সংসদ সদস্যেদের চাপে পদত্যাগ করতে বাধ্য হওয়া বরিস জনসনের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে পরাজিত করে লিজ ট্রাস ডাউনিং স্ট্রিটের দায়িত্ব পেলেন।
বিবিসির খবরে বলা হয়, সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) কিছু পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের ফল ঘোষণা করা হয়। কনজারভেটিভ পার্টির প্রভাবশালী ১৯২২ কমিটির সভাপতি স্যার গ্রাহাম ব্রেডি ফল ঘোষণা করেন।
নির্বাচনের ফলে দেখা যায়, ৮১ হাজার ৩২৬ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ট্রাস। তার প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯ ভোট। গ্রাহাম ব্রেডি জানান, নির্বাচনে ৮২ দশমিক ৬০ শতাংশ ভোট পড়েছে।
কনজারভেটিভ পার্টির এমপিদের কাছে ঋষি সুনাক পছন্দের প্রার্থী হলেও দলীয় সদস্যদের কাছে লিজ ট্রাসই জনপ্রিয় ছিলেন। জনমত জরিপে সম্প্রতি ঋষি সুনাকের চেয়ে লিজ ট্রাসকেই অনেক বেশি এগিয়ে থাকতে দেখা গেছে। ফলে তিনিই ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছিল আগে থেকেই।