আগামী সপ্তাহে উজবেকিস্তানে শি ‍ও পুতিনের বৈঠক

স্টার নিউজ ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা নেতা শি জিনপিং আগামী সপ্তাহে উজবেকিস্তানে এক বৈঠকে বসবেন। সেখানে আঞ্চলিক শীর্ষ সম্মেলনকালে উভয়ের এ সাক্ষাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। একজন রুশ কুটনীতিক বুধবার এ কথা জানান।
করোনা মহামারি শুরুর পর এটি চীনা নেতার প্রথম বিদেশ সফর। চীনে রুশ রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ রুশ সংস্থাসমূহকে জানান, ১০ দিনেরও কম সময়ের মধ্যে আমাদের নেতৃবৃন্দ সমরখন্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন(এসসিও) শীর্ষ সম্মেলনে সাক্ষাত করবেন।