স্টার নিউজ ডেস্ক:
প্রত্যাশিত জয় দিয়ে আমিরাতকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ। ব্যাটিং আগের চেয়ে ভালো হলো। বোলিংও হলো বেশ নিয়ন্ত্রিত। তাতে এবার প্রত্যাশিত জয় এলো অনায়াসে। উন্নতির ছাপ রেখে সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে হারের শঙ্কাতেই ফেলে দিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে এসে তাদের আর তেমন কিছু করতে দেননি নুরুল হাসানরা।
১৬৯ রানের পুঁজি দারুণ দক্ষতায় সামলেছেন বোলাররা, তাতে ৩২ রানের সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের মতো ভুগতে হলো না এবার। রান তাড়ায় সেভাবে সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাবনাই জাগাতে দিলেন না বোলাররা। এর আগে ব্যাটসম্যানরা মিলিত চেষ্টায় এনে দিলেন লড়াইয়ের পুঁজি। দুই বিভাগেই বেশ উন্নতি করে অনায়াসেই জিতল বাংলাদেশ।
১৬৯ রান তাড়ায় আমিরাত থামল ১৩৭ রানে। দুই ম্যাচের সিরিজ হারল ২-০ ব্যবধানে। ২ ওভারে ৮ রান দিয়ে দুটি উইকেট নেন মোসাদ্দেক হোসেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে একটি উইকেট নেন তাসকিন আহেমদ। আরেক গতিময় পেসার ইবাদত হোসেন ২৪ রান দিয়ে এক উইকেট।
৩৬ বলে দুটি করে ছক্কা ও চারে ৫১ রানে অপরাজিত থাকেন আমিরাত অধিনায়ক চুনদানগাপোয়িল রিজওয়ান।