স্টারনিউজ ডেস্ক:
খুলনা বিভাগে কোভিডে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছে আরও ৭৭২ জনের।
শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
রাশেদা সুলতানা বলেন, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া খুলনায় ১০ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে চারজন, মেহেরপুরে ও নড়াইলে দুইজন করে মারা গেছেন।
তিনি বলেন, শুক্রবার সকাল পর্যন্ত বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৯ জন। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৫৩৩ জন। সুস্থ হয়েছেন ৪৫ হাজার ২৫২ জন।
এর আগে শুক্রবার বিভাগে রেকর্ড ৭১ জনের মৃত্যু হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় শনাক্ত হয়েছে ১৬১ জনের। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ১৮ হাজার ৩৫৫ জনের। তাদের মধ্যে মারা গেছেন ৪০২ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৬৬ জন।
রাশেদা জানান, মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা অনেক কম। স্বাস্থ্যবিধি মানতে তাদের মধ্যে অনীহা রয়েছে। মানুষকে আরও সচেতন হতে হবে। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।
“পরিস্থিতি ভালোর দিকে যাবে সেই আশায় আছি। সব ধরনের চেষ্টাও করে যাচ্ছি।”