
স্টার নিউজ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের ডাকা সরকারবিরোধী লংমার্চে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের কাছে ইমরানকে বহনকারী গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছোড়ে বলে জানিয়েছে দ্য ডন।
এই হামলায় ইমরান খান ও তার দুই সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ ছাট্টা আহত হয়েছেন। ইমরান খানের পায়ে গুলি লেগেছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর প্রতিবেদন জমা দিতে প্রাদেশিক আইজিপিকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত শিগগিরই তাদের বিচারের আওতায় আনা হবে। আহতদের উন্নত চিকিৎসা দেয়া হবে।’