অবশেষে রাজার হস্তক্ষেপে অচলাবস্থা কাটলো, মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

স্টার নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের পাঁচদিন পর রাজার হস্তক্ষেপে কাটলো সরকার গঠন নিয়ে অচলাবস্থা। নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন পিপলস জাস্টিস পার্টির আনোয়ার ইব্রাহিম।
বৃহস্পতিবার সকালে নতুন প্রধানমন্ত্রী বাছাই করতে ৯ প্রাদেশিক প্রধানকে নিয়ে ‘কাউন্সিল অব রুলার্স’ এর বৈঠকে বসেন রাজা আল-সুলতান আবদুল্লাহ।প
গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সর্বোচ্চ আসন জয়ী পিপলস জাস্টিস পার্টির আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সময় আজ বিকাল ৫টায় শপথ নেবেন তিনি।
২২২ আসনের পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিমের দল ৮২টি আসনে, পারিকাতান ন্যাশনাল পার্টির মুহিউদ্দিন ইয়াসিন ৭৩ আসনে জয়ী।
গেল ৫ দিনে নিজেদের মধ্যে সমঝোতা করে জোট সরকার গঠনে ব্যর্থ হয় দল দুটি।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফল শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্টে গিয়ে ঠেকে। তবে দেশটির বিরোধী জোট দাবি করেছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তারা নিশ্চিত করতে পেরেছে।