আজানের আপত্তি জানিয়ে মহল্লা কমিটিকে চট্টগ্রাম ক্লাবের চেয়াম্যান নাদের খানের চিঠি

স্টার নিউজ ডেস্ক:
আজানের আপত্তি জানিয়ে মহল্লা কমিটিকে চিঠি দিয়েছে চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খান।চট্টগ্রাম মহনগরীর পূর্বনাসিরাবাদ শিল্পাঞ্চল এলাকার মহল্লার জামে মসজিদে উচ্চস্বরে আজানের শব্দ নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখিত আপত্তি জানিয়েছেন এই শিল্পপতি দম্পত্তি। তাদের এই আপত্তিতে এলাকায় ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পূর্বনাসিরাবাদ মহল্লা কমিটির সভাপতি মো. আমির হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. অহিদ চৌধুরী মুক্তি, গত ১৮ ডিসেম্বর ২০২২ খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগে শিল্পপতি দম্পত্তি জানান, আমাদের এই এলাকায় একই সাথে প্রায় ৮/৯ টি মসজিদ হতে আজান শোনা যায়, অথচ আপনারা কেউ কেউ এ কথাও বলেছেন যে, আপনারা যেহেতু দুরে থাকেন শোনার সুবিদার জন্য মাইকের আওয়াজ বাড়িয়ে রাখেন।এ বিষয়টি আল্লাহতায়াল নিশ্চয় পছন্দ করবেন না।তিনি আরও অভিযোগ করেন, শুক্রবার মসজিদে মাইকের মাধ্যমে ওয়াজ প্রচার করা হয়, আপনাদের অনুরোধ করেছি এই আওয়াজ আপনারা মসজিদের ভিতরে রাখেন, কিন্তু এ পর্যন্ত তাও হলো না।অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, শিশুর ঘুমের ব্যাঘাত হতে পারে, শিক্ষার্থীদের পড়ালেখার আসুবিধা হতে পারে, অসুস্থ লোকের অসুবিধা হতে পারে, অন্য ধর্মালম্বীদের বিরক্তির কারণ হতে পারে। সবচেয়ে বড় কথা বিকট আওয়াজ ছাড়া আর কিছুই বুঝা যায় না।তিনি প্রশ্ন করেন মসজিদুল হারাম ও মসজিদে নববিতে এ ধরণের মাইক ব্যবহার হচ্ছে কিনা? আপনা্রা যদি আমাদের আবেদন অগ্রাজ্য করেন, তবে মসজিদের সব ধরনের সহযোগিতা করা থকে আমরা বিরত থাকবো।