স্টার নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুনে দগ্ধ হয়ে মো. আশরাফ মোল্লা (৬৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯মার্চ) সকালে বারআউলিয়াস্থ তাহের শিপইয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তিনি নড়াইলের লোহাগড়া থানার কুমারডাঙ্গা এলাকার মৃত ওসমান মোল্লার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, জাহাজ কাটার কাজ করার সময় আগুনে দগ্ধ হলে মো.আশরাফ মোল্লাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।