
উচ্চারণ : আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।
অর্থ : ‘হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকেই শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী।’
উপকার : আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া বলতেন। (আবু দাউদ, হাদিস : ১৫১২)