হালিশহরে আন নুর ইন্টারন্যাশেনাল স্কুলের যাত্রা শুরু

স্টার  নিউজ:  ১১ জানুয়ারি ২০২৪

গতকাল হালিশহরে প্রথম ইসলামিক স্কুল হিসেবে আন নুর ইন্টারন্যাশেনাল স্কুলের যাত্রা শুরু হয়েছে।
আন নুর ইন্টারন্যাশেনাল স্কুলে কোমলমতী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি আকর্ষণীয় বই উৎসব এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
স্কুলটি ন্যাশানাল কারিকুলাম ( ইংরেজি ভার্সন) এবং ইসলামিক নৈতিক মূল্যবোধ মেনে চলার চেস্টা করে বলে জানা যায়। উক্ত স্কুল সম্পর্কে স্কুলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রিন্সিপাল ও হেড অব স্কুল, এর নিকট জানতে চাওয়া হলে তারা জানান স্কুলটি মুলত ইসলামিক আদর্শ, মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, রাস্ট্রের সুনাগরিক বিনির্মানে শিশুদের গড়ে তোলার প্রায়াশে প্রতিষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষ জানান স্কুলটি সম্পুর্ন আধুনিক, আন্তর্জাতিক মানমম্মত শিক্ষা ব্যবস্থা, বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় সমান দখতায় শিশুদের যোগ্য হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেন।
উক্ত প্রোগ্রামটি চেয়ারম্যান – মইনুল ইসলাম মারুফ পটোয়ারী এর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে শামসুন নাহার (সিলভার বেলস গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য) আন নুর ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা ফিতা কেটে কার্যক্রম উদ্ভোধন করেন।
উক্ত অনুস্ঠানে স্কুল পরিচালনায় দ্বায়িত্বরত- ভাইস চেয়ারম্যান: মোহাম্মদ মামুন আলম, ম্যানেজিং পার্টনার: মুহাম্মদ মহিউদ্দিন, স্কুলের প্রধান: সাহারা আজমিন সহ আরোও অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।– প্রেসবিজ্ঞপ্তি