রাউজানে পুকুরে ডুবে মারা গেল তিন বছরের শিশু

স্টারনিউজ প্রতিনিধি
রাউজান পুকুরে ডুবে আলভী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আক্কাস আলির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সূত্র মতে শিশুটিকে বিকালের দিকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শিশুটি কোনো এক সময় খেলতে খেলতে পুকুরে ডুবে যায়। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু আলভী দুবাই প্রবাসী শাহেদের ছেলে বলে জানা গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী ও মেম্বার মো. রাশেদ।