
স্টার নিউজ ডেস্ক:
আলোচিত চাকুরি থেকে অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান।
জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার। ২০০৯ সালের ৫ মার্চ র্যাব-২ এর উপ-অধিনায়ক ও একই বছর লে. কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক হন তিনি।
উল্লেখ্য, চাকরি থেকে অব্যাহতি পাওয়া এই মেজর ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার- এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।-বাসস