
স্টার নিউজ ডেস্ক:
তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান চালিকাশক্তি রাষ্ট্রীয় মালিকানাধীন টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে (টুসাস) সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী আঙ্কারার উত্তরে কাহরামানকাজান এলাকায় অবস্থিত টুসাসের সদর দপ্তরে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া এবং আগুনের দৃশ্য দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জরুরি সেবা কর্মীরা। পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি হলুদ ট্যাক্সিতে তিনজন হামলাকারী স্থাপনার প্রবেশদ্বারে এসে নামে। এক বন্দুকধারী গুলি ছড়িতে ছুড়তে ভবনে প্রবেশ করেন। সেখানে নিরপত্তা বুথের একটি বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিরাপত্তাকর্মীরা আহত হন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ভবনের নকশার সঙ্গে পরিচিত ছিল এবং বিভিন্ন বহির্গমনে বিস্ফোরণ ঘটায়। ওই সময় সংস্থাটির কর্মীরা কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, ঘটনাস্থলে জরুরি উদ্ধার সংস্থার সদস্যদের পাঠানো হয়েছে।