ক্যামব্রিয়ান কলেজ চট্টগ্রাম শাখা নবীন বরণ অনুষ্ঠান

স্টার নিউজ ডেস্ক:
ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান কলেজ চট্টগ্রাম শাখা নবীন বরণ উপলক্ষে আজ নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ অভিজাত কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যামব্রিয়ান ঢাকা ক্যাম্পাসের শিক্ষক এইচ সি সরকার-এর প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সুযোগ্য প্রিন্সিপাল মাহবুব হাসান লিংকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেভ দা রিভার্স বাংলাদেশ সোসাইটি চেয়ারম্যান, প্রখ্যাত সাংবাদিক ও নদী গবেষক আনিসুর রহমান আনিস, দৈনিক আমাদের চট্টগ্রাম এর উপসম্পাদক ও স্টার নিউজের সম্পাদক আ ফ ম বোরহান। নবীনবরণ অনুষ্ঠান শুরু হয় সকাল দশটায়। শিক্ষার্থীদের দেশ ও বিশ্বের তুলনা মূলক শিক্ষা ব্যবস্থার চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়।

আলোচনায় চট্টগ্রাম তথা সারা বিশ্বের আইকন নোবেল জয়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের মতো উপস্থিত ছাত্রদের মধ্য হতে আরও ডঃ ইউনুস বের হয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে পারদর্শীতার উপর ভিত্তি করে পুরুষ্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।