
স্টার নিউজ ডেস্ক:
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রাম কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এ সংঘর্ষে ঐ আইনজীবী ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ। এ ঘটনায় আরও আহত হয়েছেন ৬ জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম কামাল আজাদীকে বলেন, আদালত থেকে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। লালদিঘী পাড় এলাকায় কয়েক শত বিক্ষুব্ধ তাকে হত্যা করেছে। এ ছাড়া আরো ৬ জন আইনজীবীকে আঘাত করেছে তারা। আদালতে প্রাঙ্গণ ভাঙচুরও চালায় তারা। এ ঘটনায় আইনজীবী সমিতি ও নিহতের পরিবারের সাথে আলোচনা করে মামলা করা হবে।





