‘ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৫২১

স্টাফ করেসপন্ডেন্ট ::

ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে আরও ৩৪৩ জন গ্রেপ্তার হয়েছেন। অন্যান্য অভিযানসহ মোট এক হাজার ৫২১ জন গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৩৪৩ জনকে। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত এক হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, আটটি লাঠি, চারটি রড ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।