
আবদুল্লাহ মজুমদার
জুলাই বিপ্লবের পর কেটে গেছে সাতটি মাস। রক্তনদী পেরিয়ে আরেকটি স্বাধীনতা ফিরে পেলো শঙ্কিত জাতি। একটা সময় ছিলো নিরীহ মানুষগুলো নিজের অধিকার নিয়ে কথা বলতে পারতো না! না ভোটাধিকার প্রয়োগ করতে পারতো? না মেধাকে কাজে লাগাতে পারতো? কোটার নামে দলীয়করণের প্রতিযোগিতার হাট তৈরি হয়েছিল। কথিত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সুপারিশ এর ভিড়ে মেধার কবর রচনা হয়ে গিয়েছিলো। উত্তরণের পথ খুঁজে পেলো আমজনতা একটি বিপ্লবের মাধ্যমে, যার নাম জুলাই বিপ্লব।
অসংখ্য মেধাবীর রক্তে রঞ্জিত স্বাধীন বাংলাদেশের পথচলায় স্বাক্ষর রাখতে শিল্প ও সাহিত্য বিষয়ক লিটলম্যাগ লেখালয় বাজারে এলো সময়ের সাথে আলোর পথে স্লোগানকে সামনে নিয়ে। তৈলাক্ত লেখা নয় প্রতিবাদী লেখায় ভরপুর লেখালয় জুলাই বিপ্লব সংখ্যাটি। সংগ্রামী লেখা ও সংগ্রামী লেখকদের সম্মিলিত প্রয়াসে নন্দিত শিল্পের আরেকটি বিপ্লবের নাম বোধহয় লেখালয়। একঝাঁক তরুন লেখকের সম্পাদনা প্যানেল তার-ই প্রতিচ্ছবি।
আসুন জেনে নিই, লেখালয় জুলাই বিপ্লব সংখ্যার কিঞ্চিৎ গল্প। সময়ের সাথে আলোর পথে স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলা লেখালয় উদ্বোধনী সংখ্যায় প্রবন্ধ লিখেছেন মুসা আল হাফিজ, – লাল জুলাইয়ের চটকনা-, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক অভিযাত্রা-য় ড. ফজলুল হক তুহিন তুলে ধরেছেন ইতিহাসের ধারা,মানব সমাজ ও আধুনিক নাগরিক সমাজ প্রসংগে। ফ্যাসিবাদ বিরোধী গুচ্ছছড়ায় মিজানুর রহমান শামীম। জগলুল হায়দার লিখেছেন আমরা ইতিহাস লিখবো। শিশুসাহিত্যিক প্রিন্স আশরাফ লিখেছেন নন্দলাল, গল্পটি জুলাই আন্দোলনের স্থিরচিত্র বললে অত্যুক্তি হবে না। লিখেছেন পান্থজন জাহাঙ্গীর কাদের মামু গল্পে স্বৈরাচার নিপাতে ছাত্রদের ভুমিকাকে নিপুণভাবে উপস্থাপন করেছেন। নন্দিত লেখক নূরে জান্নাত ও লিখেছেন গল্প জাদুর জুলাই, সাহস ও বুদ্ধিমত্তার বুষয়গুলোকে ফুটিয়ে তুলেছেন গল্পের ভিতর। গবেষক- প্রকাশক মিনহাজুল ইসলাম মাসুম সৈয়দ আলী আহসানকে লিখেছেন। সময়ের জনপ্রিয় গল্পকার ও ব্যস্ত লেখক ইলিয়াস বাবর ইয়া নফসি ইয়া নফসি গল্পে রাজাকার -মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, উন্নয়নের নামে হরিলুট আরো কত কী চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আব্দুস সামাদ আজিজ-এর গল্প আশার প্রদীপে জুলাই বিপ্লবের বিভীষিকা তুলে এনেছেন। জান্নাতুল আদন লিখেছেন শেষ সম্বল গল্পটি এবং খায়রুল আলম রাজু নীরব অঙ্গার গল্পে নিপুণভাবে জুলাই বিপ্লবকে ফুটিয়ে তুলেছেন।
লেখালয় জুলাই বিপ্লব সংখ্যায় প্রবন্ধ, গুচ্ছছড়া, ছড়া-কবিতা,গল্প, জুলাই স্মৃতি, মূল্যায়ন ও বই আলোচনা স্থান পেয়েছে। নন্দিত ছড়াসাহিত্যিক মিজানুর রহমান শামীম-এর গুচ্ছছড়া, ছড়া-কবিতায়- জগলুল হায়দার, মাহফুজুর রহমান আখন্দ, জুলফিকার শাহাদাৎ, রেদওয়ানুল হক, কামরুদ্দিন আহমদ, রুহুল কাদের, শামীম খান যুবরাজ, পলিয়ার ওয়াহিদ, আলাউদ্দিন কবির, নূরনাহার নিপা, হোসাইন মোস্তফা, মোখতারুল ইসলাম মিলন, অভিলাষ মাহমুদ, তানভীর সিকদার, মাহফুজ ইকরাম, এমজে মামুন, মাহবুব জোবায়ের, কামরান চৌধুরী, ইমাম উদ্দিন, মাইন উদ্দিন হাসান,সাদিয়া জান্নাত, এম এ শিকদার ও মিজান মনির এ সংখ্যায় জুলাই বিপ্লবের কবিতা লিখেছেন। বিপ্লবী নারী নীলা আফরোজ জুলাই স্মৃতি-তে লিখেছেন রক্তাক্ত জুলাই: আহত পায়রা ও আমার জগৎ। পুরো লেখায় জুলাই বিপ্লবের সম্পৃক্ততা তুলে ধরার চেষ্টা করেছেন নিজের। স্থান পেয়েছে বই আলোচনা ও মূল্যায়ন ছড়াসংগ্রামী জগলুল হায়দার এর বই আলোচনা লিখেছেন বিজ্ঞ ছড়াকার শফিকুর রহমান সবুজ। মূল্যায়নে সব্যসাচী লেখক মোস্তফা হায়দার-কে নিয়ে লিখেছেন নন্দিত সংগঠক আবদুল্লাহ মজুমদার। রয়েছে রাষ্ট্রভাষা ও বর্তমান বাংলা ভাষা প্রবন্ধটি লিখেছেন শওকত এয়াকুব। মোদ্দা কথা লেখালয় জুলাই বিপ্লব সংখ্যা পাঠে জুলাই বিপ্লবের চমৎকার এক মানচিত্র বললেও চলে, ফুয়াদ হাসান গালিব-এর শাপলা থেকে জুলাই : এক অমিমাংসিত ঋণ -পাঠে তথ্য উপাত্তসহ পাওয়া যায়।
এককথায় লেখালয় জুলাই বিপ্লব সংখ্যা একটি লিটলম্যাগ নয় শুধু, জুলাই বিপ্লবের স্বাক্ষীও বলা যায়। শওকত এয়াকুব সম্পাদিত লেখালয় এর দাম মাত্র একশত টাকা। পাওয়া যাচ্ছে, আইমান পাবলিকেশন, শব্দশিল্প প্রকাশন বাতিঘরসহ বিভিন্ন বুকশপেও।
