
স্টার নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
ভূমিকম্পে রাজধানীর বংশাল পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিনজন, বাজার করতে গিয়ে মাথায় ইট পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী, নারায়ণগঞ্জে দুইজন এবং নরসিংদীর গাবতলীতে একজন নিহত হয়েছেন।
জানা গেছে, বংশালের কসাইতলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং নিচে ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজন পথচারী মারা যান। স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই ভবনটিতে হঠাৎ কম্পন লাগে, ফলে পুরোনো রেলিংটি ভেঙে নিচে পড়ে যায়।
ভূমিকম্পে ভবন ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পে তার মৃত্যু হয়। বংশাল থানার আরমানিটোলার কসাইটুলীতে পরিবারের সঙ্গে বসবাসরত রাফিউল মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিলেন। সেই সময় পাশের একটি ভবনের ইট মাথায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে চাপা পড়ে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় ফাতেমা নামে নিহত ওই শিশুর মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে আরেক নারী আহত হয়েছেন। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের মুড়াপাড়ায় বাড়ির একটি পুরানো দেয়াল ধসে মা-মেয়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। আর আহত মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূমিকম্পে নরসিংদীর গাবতলীতে বাসার দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ভূমিকম্পে ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া গাজীপুরের শ্রীপুরে একটি গার্মেন্টস কারখানা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে তিন শতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের আশপাশের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।




