
স্টার নিউজ ডেস্ক:
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুই মহাতারকা। দুই দশক ধরে দাপিয়ে বেড়াচ্ছেন সমানতালে। কখনো ভিন্ন ভিন্ন লিগে, আবার কখনো বা সরাসরি একই লিগে কিংবা দেশের হয়ে যখনই তারা খেলতে নেমেছেন, নিজেদের সামর্থ্যের জোর প্রমাণ দিয়েছেন, বিশ্ব ফুটবলকে প্রতিদিনই বিমোহিত করেছেন নতুন স্বাদে। তবুও তাদের নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। কেউ রোনালদোকে এগিয়ে রাখেন, কেউ এগিয়ে রাখেন মেসিকে। কিন্তু এমন তর্কবিতর্কের মধ্যেই একটা জায়গায় এ বছর মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের চলতি মৌসুমে দলবদলের সবচেয়ে বড় চমক ছিলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল। দীর্ঘ ২১ বছর পর বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে গেছেন মেসি আর এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো।
দল বদলালেও ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ আয়ের তালিকায় সবার ওপরে থাকা দুইটি নাম মেসি-রোনালদোরই। বরাবরের মতো চলতি মৌসুমেও ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারদের তালিকায় শীর্ষ দুইটি নাম মেসি ও রোনালদো।
তবে এবারের মৌসুমে মেসির চেয়ে বেশি আয় করবেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা এ ফুটবলারের মৌসুম শেষে আয় দাঁড়াবে ১২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার কোটি টাকার বেশি)। আর মেসির ব্যাংক ব্যালেন্সে যোগ হবে ১১০ মিলিয়ন ডলার।
এর মধ্যে ইউনাইটেডের হয়ে খেলার পারিশ্রমিক ও বোনাস থেকে ৭০ মিলিয়ন ডলার পাবেন সিআর সেভেন। বাকি ৫৫ মিলিয়ন ডলার আসবে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে।
ক্লাব থেকে উপার্জনের বাইরে বাণিজ্যিক চুক্তি থেকে সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় রোনালদোর ওপরে রয়েছেন রজার ফেদেরার (৯০ মিলিয়ন ডলার), লেব্রন জেমস (৬৫ মিলিয়ন ডলার) ও টাইগার উডস (৬০ মিলিয়ন ডলার)।
ফোর্বসের তালিকায় এবারের মৌসুমের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের মধ্যে মেসি-রোনালদোর পরের দুইটি নাম পিএসজির অন্য দুই তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র (৯৫ মিলিয়ন ডলার) ও কাইলিয়ান এমবাপে (৪৩ মিলিয়ন ডলার)।