
স্টার নিউজ ডেস্ক:
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের আমদানি বাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে ব্যবসায়ী, জেলে ও শ্রমিকদের মাঝে। তবে আমদানি বাড়লেও দাম কমেনি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। ভরা পূর্ণিমা ঘিরে ইলিশে সয়লাব চাঁদপুর মাছঘাট। এতে প্রাণচাঞ্চল্য ফিরেছে মাছঘাটজুড়ে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে প্রচুর ইলিশের আমদানি দেখা গেছে। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর চাঁদপুর মাছঘাট। ট্রলার থেকে মণে মণে ইলিশ এনে ঘাটে বড় বড় স্তূপ করা হচ্ছে মাছঘাটে। কয়েক দিন ধরে তিন থেকে পাঁচ হাজার মণ ইলিশ আমদানি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে সড়ক ও নৌপথে ইলিশ নিয়ে আসা হয়। বর্তমানে ঘাটে প্রচুর ইলিশের আমদানি শুরু হয়েছে। ক্রেতাদের জায়গা দেওয়া যাচ্ছে না। তা ছাড়া ইলিশের আমদানি বাড়লেও কমেনি দাম।