মেক্সিকোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অর্ধশত নিহত

স্টার নিউজ ডেস্ক:
মেক্সিকোতে গাদাগাদি করে ট্রাকে ভ্রমনকারী কমপক্ষে ৫৩ জন যাত্রী প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্র অভিমুখী ট্রাকটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসে এসে উল্টে যায়।
দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে হাজার হাজার মানুষ সহিংসতা ও দারিদ্র্যমুক্ত জীবনের প্রত্যাশায় প্রায়ই দীর্ঘ ও অত্যন্ত বিপজ্জনক রাস্তায় আমেরিকা যাত্রার চেষ্টা করে। খবর এএফপি’র।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী ১৮ বছর বয়সী সাবিনা লোপেজ (১৮) এএফপিকে জানায়,”ভয়ঙ্কর কান্নাকাটি শোনা যাচ্ছিল। আমি শুধু সাহায্য করার কথা ভাবছিলাম।”
চিয়াপাসের নাগরিক সুরক্ষা বিভাগের পরিচালক লুইস ম্যানুয়েল গার্সিয়া বলেন, ভ্রমণকারিদের অধিকাংশই ছিল গুয়াতেমালার।
কর্মকর্তারা বলেছেন, চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। সম্ভবত দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে চালক রাজ্যের রাজধানী তুসলা গুতিয়েরেজের সঙ্গে চিয়াপা ডি কর্জো শহরের সংযোগকারী হাইওয়েতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
সুত্র: বাসস