বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে চীন

স্টারনিউজ ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল বৃহস্পতিবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া কানেকটিভিটি চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ঢাকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বৈশ্বিক ন্যায্যতা ও ন্যায়বিচারে গুরুত্ব দেবে বেইজিং। তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা প্রাথমিক আদর্শ। বিষয়টি বৈঠকে মোমেনকে জানান ওয়াং ই। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কৌশলগত অংশীদারিত্বের সহযোগিতায় কাজ করতে আগ্রহী চীন।

এ ছাড়া প্রয়োজনীয় করোনা টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এ ক্ষেত্রে মহামারি মোকাবেলায় বাংলাদেশের টিকার চাহিদা পূরণে আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান চীনা মন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ‘ওয়ান-চায়না’ নীতি সমর্থন করে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে জানান মোমেন। বিশেষ করে অভ্যন্তরীণ বিষয় হিসেবে বেইজিংয়ের হংকং, তিব্বত ও জিনজিয়াং নীতি দৃঢ়ভাবে সমর্থন করে ঢাকা। এদিকে, তাসখন্দে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সূত্র ধরে আজ শুক্রবার ঢাকায় নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, বাংলাদেশিদের তৃতীয় দফায় আরো ১০ লাখ ডোজ করোনা টিকা উপহার দিচ্ছে তার দেশ। এর আগে ভারতীয় টিকা পাওয়া আটকে গেলে প্রথমে মে মাসে ৫ লাখ এবং পরে জুনে আরো ৬ লাখ টিকা উপহার নিয়ে এগিয়ে আসে দেশটি।