জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা করতে জাপান এবং আরব দেশগুলো সম্মত হয়েছে

স্টার নিউজ:
জাপান ও আরব লিগের সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রীরা টোকিওতে অনুষ্ঠিত একটি ফোরামে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বৈশ্বিক সমস্যা মোকাবিলায় সহযোগিতা করতে সম্মত হয়েছেন। জাপান-আরব অর্থনৈতিক ফোরাম জাপান সরকার এবং আরব লিগের সদস্য রাষ্ট্রসমূহ যৌথভাবে আয়োজন করে আসছে। বৃহস্পতিবার ফোরামের দ্বিতীয় দিনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো এবং অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী সাইতো কেন মন্ত্রী পর্যায়ের আলোচনায় অংশ নেন।
কামিকাওয়া বলেছেন, ডিজিটালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মত উদ্ভাবনী প্রযুক্তির উদয় হয়েছে এবং সমাজকে তা ব্যাপকভাবে প্রভাবিত করছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক সমস্যা জরুরিভাবে মোকাবিলা করা দরকার। সাইতো বলেন, জাপান ও আরব দেশগুলো তাদের শক্তির সদ্ব্যবহার করে একসাথে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেবে বলে তার প্রত্যাশা। আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেন, জলবায়ু পরিবর্তন, এআই, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করা হলে বিনিয়োগ সম্প্রসারণে তা সহায়তা করবে। জাপানের অভিজ্ঞতা থেকে আরব লিগ শিক্ষা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।