শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন।

স্টার নিউজ ডেস্ক:
বাংলাদেশে পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী শনিবার থেকে গণ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ‘ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ শুরু হতে যাচ্ছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।
শনিবার থেকে এই টিকাদান ‘ক্যাম্পেইন’ কীভাবে শুরু হবে, সেই বিষয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ই অগাস্ট থেকে শুরু হতে যাওয়া টিকাদান ক্যাম্পেইনে কোভিড ভ্যাকসিনেশনের আওতায় আসতে যাচ্ছে:
• ২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী জনগোষ্ঠী
• অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশের বেশি বয়সী জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী
• দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী
সরকার বলছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় ও সিটি কর্পোরেশনের ৪৩৩টি ওয়ার্ডে টিকাদান কর্মসূচি চালানো হবে।
এই ক্যাম্পেইনের শুরুতে যেসব এলাকায় টিকা দেয়া হবে:
• ৭ই অগাস্ট সারাদেশে সব ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায়
• ৭ই অগাস্ট ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে যেসব এলাকায় টিকা দেয়া সম্ভব হবে না সেসব এলাকায় ৮ই অগাস্ট ও ৯ই অগাস্ট টিকা দেয়া হবে
• ৭ই অগাস্ট থেকে ৯ই অগাস্ট সিটি কর্পোরেশন এলাকায়
• ৮ ও ৯ই অগাস্ট দুর্গম/প্রত্যন্ত অঞ্চলে
• ১০ই অগাস্ট থেকে ১২ই অগাস্ট বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ৫৫ বছরের বেশি বয়সীদের