উজবেকিস্তান, তাজিকিস্তান সীমান্তের দখল নিয়েছে তালেবান : রাশিয়া

স্টার নিউজ ডেস্ক:
তালেবান যোদ্ধারা উজবেকিস্তান ও তাজিকিস্তান সংলগ্ন আফগান সীমান্তের নিয়ন্ত্রণ নিয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু মঙ্গলবার এক তারুণ্য সম্মেলনে জানিয়েছেন, তালেবান নেতারা প্রতিবেশী দেশে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি জানান, আঞ্চলিক সহযোগীদের সঙ্গে যৌথ মহড়া অব্যাহত রাখবে রাশিয়া।
তাজিকিস্তানে সামরিক ঘাঁটি পরিচালনা করে থাকে রাশিয়া। এছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ তাজিকিস্তান মস্কোর নেতৃত্বাধীন একটি সামরিক জোটের সহযোগী। এর অর্থ হলো যেকোনও আগ্রাসন থেকে তাজিকিস্তানকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া। এছাড়া উজবেকিস্তানও রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগী।
এই মাসে উজবেকিস্তান ও তাজিকিস্তানের আফগান সীমান্তে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। এছাড়া তাজিকিস্তানের ঘাঁটিতে নতুন সেনা সমাবেশ ঘটিয়েছে মস্কো। নতুন সমরাস্ত্র ও সামরিক যান মোতায়েন করা হয়েছে সেখানে।
১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আফগানিস্তান দখল করে রাখে সোভিয়েত ইউনিয়ন। পরে ১৫ হাজার সেনার মৃত্যু ও হাজার হাজার সেনা আহত হওয়ার পর দেশটি থেকে দখলদারিত্বের অবসান ঘটায় সোভিয়েত ইউনিয়ন।